মঙ্গলবার, ৯ই মে, ২০১৭ ইং ২৬শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

সীমান্তের শূন্যরেখা থেকেই রোহিঙ্গাবাহী ১১ নৌকা মিয়ানমারে ফেরত

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১০, ২০১৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তের শূন্যরেখা থেকেই রোহিঙ্গাবাহী ১১টি নৌকাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোহিঙ্গাদের বহন করা ঐ নৌকাগুলো নাফ নদীর ছয়টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেস্টা করছিলো বলে জানায় বিজিবি।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সময়ে নৌকগুলো ফেরত পাঠানো হয়।
টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে রোহিঙ্গারা নৌকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবির টহল দল তাদের সীমান্তের শূন্যরেখা থেকেই মিয়ানমারের দিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এসব নৌকার প্রতিটিতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা থাকতে পারে।
বিজিবির এ কর্মকর্তা জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বিজিবির টহল জোরদার রয়েছে। এদিকে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় এক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

সূত্র : কালেরকণ্ঠ

এ জাতীয় আরও খবর