মঙ্গলবার, ৯ই মে, ২০১৭ ইং ২৬শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

‘ব্র্যাভোর নৃত্য’ দেখল মিরপুর স্টেডিয়াম

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ৯, ২০১৬

স্পোর্টস ডেস্ক : জয়াবর্ধনের ভবিষ্যতবাণী ফলে গেল দারুণভাবেই। বিপিএলের চতুর্থ আসরের শেষ হাসি হাসল ঢাকা ডায়নামাইটস।

তাই নাচের উপলক্ষও এল ব্র্যাভোর হাত ধরে। ব্যাটিং ব্যর্থতায় মিইয়ে গেল ড্যারেন স্যামির ‘সেলফি ড্যান্স’। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে ঢাকাবাসীদের আনন্দে মাতাল সাকিব-সাঙ্গাকারা-ব্র্যাভোরা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দর্শকরা নেচেছিল ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গানের তালে। এবারের বিপিএলের ফাইনালে সেই ‘ব্রাভোর নৃত্য’ দেখা যাবে বলে ভবিষ্যতবাণী করেছিলেন ঢাকা ডায়নামাইটসের ক্রিকেটার শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। সেই সঙ্গে ফাইনালে তিনি ঢাকার প্রধান অস্ত্র হিসেবে উল্লেখ করেছিলেন ডোয়াইন ব্র্যাভোকেই। শেষ পর্যন্ত জয়াবর্ধনের স্বদেশী আরেক কিংবদন্তি সাঙ্গাকারা ম্যান অব দ্য ম্যাচ হন। তাতে কী অবদান কমে যায় ব্র্যাভোর?

মোটেই না। তাই ব্র্যাভোদের সাথে নেচে উঠল ঢাকার সমর্থকরা। শুরুতে মিরপুর স্টেডিয়ামে আনন্দের বন্যা। ম্যাচের শেষটা অনেকটাই একপেশে হয়ে গেলেও আনন্দের কোনো কমতি নেই বিপিএলের চার আসরে তিনবার শিরোপাজয়ী ঢাকার।