মঙ্গলবার, ৯ই মে, ২০১৭ ইং ২৬শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

জাতীয় সংগীত গেয়ে ৬৭ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ১, ২০১৬

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে ৬৭ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলাবাসী।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাদশাবাজার থেকে চাঁন্দেরদহ পর্যন্ত ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজ্যিক, সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি পেশার মানুষ। মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনা গড়ে তুলতে এ সময় প্লাকার্ড ফেস্টুনসহ ব্যানার বহন করেন তারা।

মাদক প্রতিরোধে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মীর খায়রুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, সহকারী পুলিশ সুপার সুজন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্ প্রমুখ।

গণজাগরণের মাধ্যমে খানাসামা উপজেলাসহ দিনাজপুর জেলাকে মাদকমুক্ত করার আশা করছেন জেলা প্রশাসনের কর্মকর্তরা। সীমান্তে মাদক পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের ওপর জোর দিয়েছেন তাঁরা।