মঙ্গলবার, ৯ই মে, ২০১৭ ইং ২৬শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

আজ রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবেন গেইল

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৭, ২০১৬

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রথম আসরের প্রথম ম্যাচটিই মাতিয়েছিলেন বিস্ফোরক সেঞ্চুরিতে। এরপর স্বল্প উপস্থিতিতেও বিপিএলের উজ্জ্বলতম তারকা ক্রিস গেইল। আবারও প্রিয় মঞ্চে ঝড় তোলার অপেক্ষায় জ্যামাইকান ব্যাটিং দানব। বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলতে গত শুক্রবার পা রেখেছেন ঢাকায়।

ক্রিস গেইল বিপিএলের প্রথম ম্যাচে বরিশাল বার্নাসের হয়ে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ৪৪ বলে করেছিলেন অপরাজিত ১০১। ছক্কা ছিল ১০টি। সেঞ্চুরি ছোঁয়া ছক্কায় লেগ স্পিনার নূর হোসেন মুন্নাকে শের-ই-বাংলার গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদে আছড়ে ফেলেছিলেন স্টেডিয়ামের বাইরে।

প্রথম বিপিএলের প্রথম ম্যাচেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১১ ছক্কায় করেছিলেন ৬১ বলে ১১৬। দ্বিতীয় বিপিএলে একটি মাত্র ম্যাচই খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। সিলেট রয়্যালসের বিপক্ষে এক ডজন ছক্কায় করেছিলেন ৫১ বলে ১১৪।

তবে বিপিএলের ৩য় আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন চার ম্যাচ। কোনো সেঞ্চুরি পাননি। তবে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৯ ছক্কায় ৪৭ বলে করেছিলেন অপরাজিত ৯২।

এই ব্যাটিং দানব সব মিলিয়ে বিপিএলে ম্যাচ খেলেছেন ১০টি। ৭৭.২৮ গড়ে রান ৫৪১। স্ট্রাইক রেট অতিমানবীয়, ১৮৬.৫৫। সেঞ্চুরি তিনটি। বিপিএলে একাধিক সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তিনি। মাত্র ১০ ইনিংসেই টুর্নামেন্টের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড অনায়াসে তার, ৫০টি! ৩৬টি ছক্কা নিয়ে দুইয়ে থাকা সাব্বির রহমান খেলেছেন ৩৬ ইনিংস।

বরাবরের মত এবারও টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনায় ছিল গেইল। দলের পক্ষ থেকে বলা হয়েছিল, চট্টগ্রাম পর্বেই দেখা যেতে পারে এই বাঁহাতিকে। অবশেষে এলেন তিনি টুর্নামেন্টের শেষ পর্বে।

কাল তার ওপেনিং সঙ্গী হবেন তামিম ইকবাল। শুধু চিটাগাং ভাইকিংস অধিনায়কই নন। বাংলাদেশের সব ফরম্যাটে টপ স্কোরার। বাংলাদেশের সব মাঠের পরিবেশ ও উইকেট সম্পর্কে তার ধারণা পরিষ্কার।

তাই এবার মাঠে নামার আগে এবং ব্যাটিং শুরুর পরও তামিমের সঙ্গে ভাল বোঝাপড়ার অশায় গেইল। তার ধারণা তাতে করে কাজটা সহজ হবে। আজ (রোববার) প্রথম ম্যাচের আগের ভাবনার কথা জানাতে গিয়ে ঘুরে ফিরে চলে আসল তামিম প্রসঙ্গ।

‘কালই আমার প্রথম ম্যাচ। কেবল নেট করে আসলাম, যেটি ছিল দারুণ। কন্ডিশন খুব ভাল জানে তামিম। আমি চাইলে একটু সময় নিতে পারি, দেখতে পারি তামিম কিভাবে খেলছে। ও খেলার মধ্যেই আছে। সে জানে কিভাবে খেলতে হবে। আমি ওকে দেখে দ্রুত উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে পারি। ও অনেক অভিজ্ঞ। আমিও চেষ্টা করব যতটা সম্ভব আক্রমণাত্মক থাকতে। চেষ্টা করব দলকে বিস্ফোরক সূচনা করে দিতে।’

তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে মুখিয়ে থাকা গেইল বলেন, ‘সুযোগ আসছে। সেটির জন্যও আমি মুখিয়ে আছি। তামিমও ভালো ফর্মে আসে। আশা করি প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট গুলো দ্রত করে আপন চেহারায় ফিরতে পারব।’

আজ সন্ধ্যা ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামবেন গেইল। খুনে ব্যাটসম্যানের সঙ্গে তামিম ইকবালের উদ্বোধনী জুটি দেখার অপেক্ষায়ও তর সইছে না ক্রিকেট প্রেমীদের।

আর চারটি ম্যাচ বাকি আছে চিটাগংয়ের। ৮ ম্যাচে সমান চারটি করে জয় ও হারে শেষ চারের লড়াইয়ে ভালোমতোই আছে দলটি। গেইলকে পেয়ে তাদের আশার পালে লাগছে আরও জোর হাওয়া।

চিটাগং ভাইকিংসের সম্ভাব্য একাদশ :

তামিম ইকবাল (অধিনায়ক), শোয়েব মালিক, এনামুল হক বিজয় (কিপার), ক্রিস গেইল, জহুরুল ইসলাম, মোহাম্মদ নবী, নাজমুল হোসেন মিলন, সাকলাইন সজীব, মাহমুদুল হাসান, ইমরান খান (জুনিয়র), তাসকিন আহমেদ।

রংপুর রাইডার্সের সম্ভাব্য একাদশ :

নাঈম ইসলাম (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, লিয়াম ডসন, নাসির জামসেদ, জিয়াউর রহমান, সচিত্র সেনানায়েকে, সোহাগ গাজী, আরাফাত সানী, রুবেল হোসেন।