৩০শে নভেম্বর, ২০১৬ ইং, বুধবার ১৬ই অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » নাসিরনগর » নাসিরনগরে হামলায় জড়িতদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, আখাউড়া সীমান্তে সতকর্তা
পূর্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার


নাসিরনগরে হামলায় জড়িতদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, আখাউড়া সীমান্তে সতকর্তা


Amaderbrahmanbaria.com : - ২৬.১১.২০১৬

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলার ঘটনায় জড়িত আসামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সে জন্য ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। দেশের সকল বিমান বন্দর, স্থল ও নৌবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে ঢাকা এসবি অফিসে চিঠি দেয়া হয়েছে। গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাসিরনগরের হামলা মামলার আসামিরা যেন পালাতে না পারে সে জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে ঢাকার এসবিতে দেশের সকল বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে সতর্কতা জারি করতে চিঠি ইস্যু করেছে।
অন্যদিকে, নাসিরনগরে হামলায় জড়িত কেউ যেন পালাতে না পারে জন্য আখাউড়া-আগরতলা সীমান্তেও সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার সকাল থেকেই সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলী জানান, পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে একটি তালিকা দেয়া হয়েছে। সে অনুযায়ী কেউ যেন পালাতে না পারে এবং অপরিচিত কেউ যেন সীমান্ত অতিক্রম করতে না পারে সে জন্য আমরা সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করছি।

Loading...

 





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close