৪ঠা ডিসেম্বর, ২০১৬ ইং, রবিবার ২০শে অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 1 » সামরিক সহায়তার বার্তা নিয়ে দুই দিনের সফরে ঢাকায় মনোহর পারিকর


সামরিক সহায়তার বার্তা নিয়ে দুই দিনের সফরে ঢাকায় মনোহর পারিকর


Amaderbrahmanbaria.com : - ৩০.১১.২০১৬

ডেস্ক রিপোর্ট : প্রথমবারের মতো সামরিক সহায়তার বার্তা নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ঢাকায় পৌছেছেন দুপুর ১১ টায়। দুই দিনের সফরে বুধবার ঢাকায় আসেন তিনি।

Loading...

মনোহর পারিকরই হলেন ভারতের কোনো প্রতিরক্ষামন্ত্রী যিনি প্রথমবারের মতো কোনো প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করছেন।

ভারতের সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা যায়, নয়া দিল্লি ঢাকাকে সামরিক সহায়তা করার নীতি গ্রহণ করেছে। এই সামরিক সহায়তার নীতির মধ্যে রয়েছে সামরিক অবকাঠামো ও সামরিক সক্ষমতা বাড়ানো। এই বিষয়ে সহায়তার প্রস্তাবনা দেওয়া হবে বাংলাদেশকে।

এদিকে ভারতের প্রতিরক্ষা সূত্রে জানা যায়, ভারত তার নিকটতম প্রতিবেশি বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক নতুনভাবে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে। কেন না ভারতের এই প্রতিবেশি দুইটি দেশের সঙ্গে দীর্ঘ সীমানা রয়েছে। স্থল ও জল দুই দিকেই বিশাল একটি অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ ও মিয়ানমার।

ভারতের প্রতিরক্ষা সূত্র আরো জানায়, শেখ হাসিনা সরকারের মাধ্যমে ভারত বাংলাদেশের সঙ্গে সামরিক নীতি নিয়ে আগাতে চায়। স্থল সীমান্ত ও সামুদ্রিক সমস্যা  সমাধানের ফলে বাংলাদেশের সঙ্গে যৌক্তিকভাবে সামরিক সহায়তার নীতিতে অগ্রসর হতে চায় ভারত। সামরিক ক্ষেত্রে শুধু প্রশিক্ষণ ছাড়াও আরো বিভিন্ন ধরনের সামরিক কাজে  বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হতে চায় ভারত।

মনোহর পারিকর বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। ভারতের প্রচেষ্টা রয়েছে বাংলাদেশের নৌ বাহিনীকে ভারতের সরকারি ও বেসরকারি কোম্পানির সঙ্গে কাজ করানোর।

এছাড়া বাংলাদেশের সামরিক যে কোনো খাতে সহায়তা করার ইচ্ছা রয়েছে ভারতের। পরিকর চট্টগ্রাম মিলিটারি একাডেমি পরিদর্শন করবেন। ‘সম্প্রতি-২০১৬’ নামে দুই দেশের সৈন্যরা ষষ্ঠ বারের মতো যৌথ মহড়া করেছে চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে। সন্ত্রাসবাদ রোধে এই অনুশীলন করে থাকে দুই দেশের যৌথ বাহিনী।
সূত্র: দ্য হিন্দু





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close