আফ্রিদির নামে ক্রিকেট যা করলেন পাকিস্তানি সেনাপ্রধান
স্পোর্টস ডেস্ক :পাকিস্তানি অলরাউন্ডার ক্রিকেটার শহীদ আফ্রিদির নামে একটি ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরীফ। বৃহস্পতিবার দেশটির খাইবার পাখতুন-খানে সেনাবাহিনী পক্ষ থেকে তৈরি এই স্টেডিয়ামের উদ্বোধন হয়। উদ্বোধনের সময় সেনাপ্রধানের পাশে উপস্থিত ছিলেন আফ্রিদি।
এদিকে, বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন আফ্রিদি। টুর্নামেন্টে দুদিনের বিরতির মধ্যেই সেনাপ্রধানের বিশেষ আমন্ত্রণে স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন আফ্রিদি। পাকিস্তান ক্রিকেটে বিশেষ অবদানের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে এই স্টেডিয়ামের নাম রাখা হয় ‘শহীদ আফ্রিদি’ স্টেডিয়াম।
চলমান বিপিএলের আসরে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ১১ উইকেট নিয়ে উইকেট শিকারিদের তালিকায় রয়েছেন চারে। আফ্রিদির দুরন্ত পারফরম্যান্সেই চট্টগ্রাম পর্ব শেষে রংপুর রাইডার্স পয়েন্ট তালিকায় রয়েছে সবার শীর্ষে।