নারীর যৌন কামনার সংকেত ধরতে ব্যর্থ অধিকাংশ পুরুষ (ভিডিও)
নতুন এক গবেষণায় বলা হয়, নারীর অঙ্গভঙ্গি বা পোশাক দেখে অধিকাংশ পুরুষরাই বুঝতে ভুল করেন যে, ওই নারী তার প্রতি যৌন আকর্ষণ অনুভব করছেন কি না।
আমেরিকার এক দল গবেষক নারীদের যৌন আকাঙ্ক্ষা প্রকাশের দৈহিক আচরণ ও মুখের ভঙ্গী বোঝার চেষ্টা করেছেন। এ গবেষণায় অংশ নেওয়া নারী মডেলদের দৈহিক ভাষা ও মৌখিক ভঙ্গী দেখানো হয় পুরুষদের। দেখা গেছে, অধিকাংশ পুরুষ দেখেছেন কোন নারী কতটা আকর্ষণীয়। আর নারীরা দেখেছেন, ওই নারী মডেলদের দৈহিক ভাষা ও পোশাকের বৈশিষ্ট্য।
গবেষকরা মনে করেন, এ গবেষণার থেকে প্রাপ্ত শিক্ষা প্রয়োগ করা হলে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির মাত্রা কমে আসবে। এক হিসাবে বলা হয়, ইউনিভার্সিটিগুলোতে ২৩ শতাংশ নারী কোনো না কোনভাবে অনাকাঙ্ক্ষিত যৌন হয়রানির শিকার হয়ে থাকেন।
ইউনিভার্সিটি অব লোয়া এর গবেষকরা এখান একটি পরীক্ষা দিয়েছেন। এর মাধ্যমে বুঝতে পারবেন কোনো নারী যৌন আকর্ষণ অনুভব করছেন কিনা তা আপনি নিজে কিভাবে বিবেচনা করছেন।