নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে অবমাননার ছবি পেষ্ট করার অভিযোগে গ্রেপ্তার হওয়া রস রাজকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড শেষে আদালতে উপস্থিত করে ফের রিমান্ড প্রার্থনা করে। নাসিরনগর আদালতের বিচারক সুলতান সোহাগ উদ্দিন তাকে কারাগারে প্রেরনের আদেশ দেন। তবে একই সাথে রসরাজের পক্ষে আইনজীবীদের করা জামিন আবেদনও বাতিল করে।
ব্রাহ্মণবাড়িয়া ডিবির ওসি মো. মফিজ উদ্দিন জানান, শুক্রবার একই আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। আমরা রিমান্ডে তার কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছি। যা যাচাই বাছাই চলছে। শনিবার মামলাটি ডিভিতে হস্তান্তর হয়।
এদিকে নাসিরনগরে সৃষ্ট ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয় জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। নাসিরনগর আদালত ছয় জনের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।