১৫ই অক্টোবর, ২০১৬ ইং, শনিবার ৩০শে আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 1 » থাইল্যান্ডের রাজা আর নেই, এক বছরের শোক ঘোষণা


থাইল্যান্ডের রাজা আর নেই, এক বছরের শোক ঘোষণা


Amaderbrahmanbaria.com : - ১৩.১০.২০১৬

থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ আর নেই। বৃহস্পতিবার স্থানীয় সময় ৩ টা ৫২ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। থাইল্যা-ে রাজপ্রাসাদ থেকে এ সংবাদ নিশ্চিত করা হয়েছে। ৭ বছরেরও বেশি সময় ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন থাই রাজা। তার মৃতুতে থাই সরকারের পক্ষ থেকে এক বছরের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮৮ বছর। ১৯৪৬ সালে রাজ সিংহাসনে আরোহন করা ভূমিবল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের রাজা। ৭০ বছর সময় ধরে সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন তিনি।
১৯২৭ সালের ৫ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে জন্মগ্রহণ করেছিন রাজা ভূমিবল। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও বেড়ে ওঠেন সুইজারল্যান্ডে। ওখানেই শিক্ষালাভ করেন। এক সংকটময় মুহূর্তে তিনি থাইল্যান্ড রাজত্বের সিংহাসনে বসেন। ১৯৪৬ সালের ৯ জুন রাজা আনন্দ মহীদলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় তার বিছানার পাশে। ওই অবস্থায় ওইদিনই তড়িঘড়ি করে তাকে মাত্র ১৮ বছর বয়সে সিংহাসনে বসানো হয়। এরমধ্যেই দূরসম্পর্কীয় আত্মীয়া সিরিকিত কিতিয়াকারাকে ১৯৫০ সালে বিয়ে করেন ভুমিবল।
রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাইল্যান্ডের ঐক্যের প্রতীক হিসেবে মানা হত রাজা ভূমিবলকে। যেকোনো ক্রান্তিকালে থাইরা তাকে অনুসরণ করতেন। তাকে থাইল্যান্ডের পিতা হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও তিনি নবম রামহিসেবে পরিচিত।
রাজা ভূমিবল ছিলেন একজন বিলিওনিয়ার। নিজ অর্থের কিছু অংশ তিন সহস্রাধিক প্রকল্পে ব্যয় করেছেন। যার অধিকাংশই গ্রাম্য এলাকায় অবস্থিত। কৃষি, পরিবেশ, জনস্বাস্থ্য, পানিসম্পদ, যোগাযোগ এবং জনকল্যাণে এ অর্থ ব্যয় করা হয়। থাইল্যান্ডে তার জনকল্যাণমূখী অংশগ্রহণের কথা থাই গণমাধ্যমে শ্রদ্ধার সাথে তুলে ধরা হয়।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজা ভূমিবলের মৃত্যুর পর মহা ভাজিরালংকর্ণকে দেশটির নতুন রাজা নির্বাচিত করা হয়েছে ।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close