১৬ই অক্টোবর, ২০১৬ ইং, রবিবার ১লা কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


উগ্রবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর : শিক্ষামন্ত্রী


Amaderbrahmanbaria.com : - ১৩.১০.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
তিনি বলেন, ‘জঙ্গীবাদ এখন বিশ্বব্যাপী একটি সমস্যা। এ সমস্যা থেকে সমাজ ও রাষ্ট্রকে মুক্ত করতে হবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে।’মন্ত্রী আজ সিলেট নগরীতে শিক্ষাবোর্ড আয়োজিত ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

সরকার উগ্রবাদবিরোধী সবধরনের কার্যক্রম অব্যাহত রাখবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর এজন্য শিক্ষকদেরকেও কার্যকর ভুমিকা পালন করতে হবে।
তিনি বলেন, উগ্রবাদ প্রতিরোধে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের উপরও নজরদারি বাড়াতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, একটি মহল দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের সর্বনাশ করতেই এই উগ্রবাদী মতবাদ ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু তাদের সে অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।
তিনি বলেন, খাদিজার উপর হামলার ঘটনা প্রমাণ করে শিক্ষাপ্রতিষ্ঠানেও ছাত্রীরা নিরাপদ নয়। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। যুব সমাজের অবক্ষয় রোধ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও রাষ্ট্রের মঙ্গলজনক কাজ করলে কোথাও কোনো অশুভ শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না।
সিলেট শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষা সচিব সোহরাব হোসেন ও সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ।
এছাড়া সভায় সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা অংশ নেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close