১৬ই অক্টোবর, ২০১৬ ইং, রবিবার ১লা কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 4 » ‘অর্থনীতিকে জিম্মি করে ধর্মঘটে যাবেন না’


‘অর্থনীতিকে জিম্মি করে ধর্মঘটে যাবেন না’


Amaderbrahmanbaria.com : - ১৩.১০.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : দেশের অর্থনীতিকে জিম্মি করে ধর্মঘটে না যাওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে মোটরযানের এক্সেস লোড নিয়ন্ত্রণ কেন্দ্র পরিচালনা সম্পর্কিত সভায় তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, সদিচ্ছা থাকলে যেকোনো সমস্যা সমাধান করা যায়। আলোচনা করে সমস্যা সমাধান করুন। আলোচনা না করে কোনো অবস্থাতেই ধর্মঘটে যাবেন না।

ওবায়দুল কাদের বলেন, ধর্মঘটের ফলে দেশের ক্ষতি হয়, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আমাদানি-রফতানিতে প্রভাব পড়ে। বায়াররা ফিরে যান। তাই গার্মেন্টস সেক্টরকে জিম্মি করা যাবে না।

তিনি বলেন, ফোরএক্সএলের ক্ষেত্রে ৩২ টন পর্যন্ত পন্য পরিবহনে কোনো বাধা নেই। তবে ৪২ টন পণ্য পরিবহনের ক্ষেত্রে টাইমওভারে অতিরিক্ত এক্সএল দিতে হবে।

সভায় বিজেএমইএ ও বিকেএমই এর নেতারা অহেতুক ধর্মঘট না ডাকার জন্য পরিবহন মালিকদের আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে নৌমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মজিবুল হক, সৈয়দ আবুল মকসুদ উপস্থিত ছিলেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close