৩রা অক্টোবর, ২০১৬ ইং, সোমবার ১৮ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


নাসিরনগর হাসপাতালের অনিয়ম দুর্নীতি ! ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন


Amaderbrahmanbaria.com : - ২৯.০৯.২০১৬

নিজস্ব প্রতিবেদক নাসিরনগর ৫০ শয্যা হাসপাতালের অনিয়ম দূর্নীতি “টাকা ছাড়া মিলে না সেবা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর কিছুটা নড়েচড়ে ওঠেন কর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি গঠনেও হস্তক্ষেপ করেন জেলার সাচিব নেতারা। জেলা সিভিল সার্জন কার্যালয় ও নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নাসিরনগর হাসাপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসকরা ইচ্ছেমত আসেন ও যান। অফিসে বসেই ভিজিট নিয়ে রোগী দেখেন। রোগী ধরে আনার জন্য বহিরাগত লোক রাখা হয়েছে। কুক মশালচি বিলকিছ আক্তার ও ঝাড়–দার জেসমিন বেগমের দাপটের কাছে অসহায় রোগীরা। এ ছাড়া ভর্তিকৃত রোগীদের কাছ থেকে ৫০ টাকা করে আদায় করছে। এ টাকার অর্ধেক নাকি পায় সরকার। অ্যাম্বোলেন্স সহ নানা খাত থেকে ভূয়া ভাউচারে টাকা তুলে করছে আত্মসাৎ। এমন অনেক অনিয়ম ও দূর্নীতির তথ্যে সাজানো ছিল ওই রিপোর্টটি। গত ২১ সেপ্টেম্বর জেলা সিভিল সার্জন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তবে ওই কমিটি গঠনের সময়ও হাত বাড়িয়েছেন জেলার ২/১ জন প্রভাবশালী সাচিব নেতা। এর পেছনে কি রহস্য আছে সেটা অজানা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু ছালেহ মোঃ মুসা খানকে প্রধান করে করা হয়েছে কমিটি। তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন- সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ মাহফুজা আসমা ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবদুল কাদির নোমান। কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত শেষ করে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওদিকে কমিটির প্রধান বলছেন, বিভিন্ন কাজ ও পূঁজার কারনে আবেদন করে সময় বৃদ্ধি করেছি। আগামী ২ অক্টোবর রবিবার সরজমিনে তদন্ত করব।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close