১৯শে আগস্ট, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 1 » রিজার্ভ চুরি ঘটনায় মায়া সান্তোস গ্রেপ্তার


রিজার্ভ চুরি ঘটনায় মায়া সান্তোস গ্রেপ্তার


Amaderbrahmanbaria.com : - ১৭.০৮.২০১৬

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি ও পাচারে জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দেশটির রাজধানী ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান। ওই মামলার প্রেক্ষিতে মায়ার বিরুদ্ধে গ্রেফতরি পরোয়ানা জারি হয়।

একই অভিযোগে গত মার্চে মায়া সান্তোস দেগুইতো ও ওই ব্যংকের সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করে আরসিবিসি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (নিউইয়র্ক ফেডে) থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে হ্যাকাররা।

এই অর্থের মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলংকায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে। ফিলিপাইনে যাওয়া অর্থ আরসিবিসি’র জুপিটার শাখার মাধ্যমে লেনদেন হয়। যুগান্তর





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close