আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর সমুদ্র সৈকতের একটি রেস্টুরেন্ট থেকে অন্তত ১৬ জন পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকালে পুয়েরতো ভাল্লারতা বিচ রিসোর্ট রেস্টুরেন্ট থেকে তাদের অপহরণ করা হয়। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।
মেক্সিকোর জালিসকো রাজ্যের কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যারা অপহৃত হয়েছেন, তারা কোন এক ‘অপরাধী দলে’র সদস্য।
সংবাদ সম্মেলনে আইনজীবী এদুয়ারদো আলমাগুয়ের বলেন, ‘অপহৃতরা স্থানীয় বাসিন্দাও নন, পর্যটকও নন। তারা কোন অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত বলেই আমাদের ধারণা।’
তিনি আরও জানান, এরা কোন অপরাধী সংগঠনের সঙ্গে জড়িত তা কর্তৃপক্ষ জানলেও তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা হবে না।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপহরণকারীরা চার নারীকে বন্দি করলেও পরে ছেড়ে দেয়। তবে তাদের খোঁজ জানা যায়নি এখনও। কর্তৃপক্ষ ওই চার নারীর খোঁজে অনুসন্ধান চালাচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানায়, রিসোর্ট থেকে একটি জিপ, একটি ল্যান্ড রোভার ও একটি ক্যাডিলাকসহ মোট পাঁচটি যান ছেড়ে গেছে। তবে এই গাড়িগুলোর মালিক অপহরণকারী নাকি অপহৃতরা, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। রিসোর্টের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়ে টুইটারে পোস্ট প্রকাশ করেছে প্রশাসন।
উল্লেখ্য, ১৯৫০ এর দশক থেকে পুয়েরতো ভাল্লারতা মার্কিন পর্যটকদের কাছে ছুটি কাটানোর জন্য জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠে। কেননা, এলিজাবেথ টেলর ও রিচারড বারটনের মতো তারকারা এই রিসোর্টে ছুটি কাটাতে আসতেন।
তবে সাম্প্রতিক সময়ে এই রিসোর্টটি মাদক ব্যবসার জন্য ব্যবহৃত হওয়ায় এখানে সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। সূত্র:গার্ডিয়ান