আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার কোয়ান্তান বন্দরের কাছ থেকে একটি তেলবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির সমুদ্র আইন প্রয়োগকারী সংস্থার মহাপরিচালক দাতুক আহমাদ পুজি আব কাহার এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।
আহমাদ পুজি জানান, এমটিভিয়ার হারমোনি নামের ট্যাঙ্কারটিতে ৯ লাখ লিটার তেল ছিল, যার মূল্য ১ দশমিক ৫৭ মিলিয়ন মালয়েশিয় রিঙ্গিত।
এর আগে পুজি জানিয়েছিলেন, ট্যাংকারটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর কয়েক মিনিট ফের এক টুইটার বার্তায় তিনি জানান, জাহাজটি ইন্দোনেশিয়ার বাটাম দ্বীপের কাছাকাছি রয়েছে। ইন্দোনেশিয়া সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরে দুপুরে টুইটার বার্তায় পুজি বলেন, ধারণা করা হচ্ছে জাহাজটি ছিনতাই করা হয়েছে।