স্পোর্টস ডেস্ক : যে দল সেমিফাইনালে আসে তাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। কারণ, যোগ্যতার প্রমাণ দিয়েই একটি দল সেমিফাইনালে আসে। হন্ডুরাস প্রতিপক্ষ ব্রাজিলের চেয়ে শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও তাদের খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ঘরের মাঠে প্রার্থিত স্বর্ণ জিততে হলে হন্ডুরাসের বিপক্ষে ব্রাজিলকে শতভাগ দিয়েই খেলতে হবে।
এটা হয়তো নেইমারদের অজানা নয়। তারপরও ঘরের মাঠে ফেভারিট হিসেবে মাঠে নামবে সেলেকাওরা। আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে ব্রাজিল ও হন্ডুরাসের সম্ভাব্য একাদশ।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ :
উয়িভার্টন, জেকা, মার্কুইনহোস, কায়ো, সান্তোস, অ্যান্ডারসন, মাইয়া, আগুস্তো, গ্যাব্রিয়েল, জেসাস ও নেইমার।
হন্ডুরাসের সম্ভাব্য একাদশ :
লোপেজ, রামিরেজ, পেরেইরা, ভার্গাস, পাজ, গার্সিয়া, এলিস, বানেগাস, আকোস্তা, কুইয়োটো ও লোজানো।