আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম কোয়ান্টাম স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে চীন। এর মাধ্যমে হ্যাকিংমুক্ত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমের প্রদেশ গানশুর জিউকিউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয় ৷ এটিকে মহাকাশে নিয়ে যায় লঙ্গ মার্চ-২ডি নামের একটি রকেট।
চীনা মহাকাশ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি ৯০ মিনিট অন্তর ৬০০ কেজি ওজনের স্যাটেলাইটটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এই কোয়ান্টাম স্যাটেলাইটের মাধ্যমে তথ্য পরিষেবা অনেক বেশি নিরাপদ হবে। কারণ কোয়ান্টাম ফোটনদের নষ্ট করে তা থেকে তথ্য হ্যাক করা দুঃসাধ্য। এমনকি এই স্যাটেলাইটের মাধ্যমে চীনা বিজ্ঞানীরা পৃথিবীর সঙ্গে কোয়ান্টাম কিয়ের তথ্য আদান-প্রদানের বিষয়েও পরীক্ষা করতে পারবে।
চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, দুই বছরের মিশনে স্যাটেলাইটটি হ্যাকিং প্রতিরোধক কোয়ান্টাম যোগাযোগব্যবস্থা বা ক্র্যাক করা যায় না এমন তথ্য মহাকাশ থেকে পৃথিবীতে পাঠাবে। এ ছাড়া মুসলমান বিদ্রোহী এলাকা উরুমকির সঙ্গে রাজধানী বেইজিংয়ের নিরাপদ যোগাযোগ ব্যবস্থাও নিশ্চিত করবে এই স্যাটেলাইটটি।