g লিফটের দরজায় ছিদ্র থাকার কারণ জানেন কি? | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১১ই নভেম্বর, ২০১৭ ইং ২৭শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

লিফটের দরজায় ছিদ্র থাকার কারণ জানেন কি?

AmaderBrahmanbaria.COM
জুলাই ২২, ২০১৬

---

 
লাইফস্টাইল ডেস্ক :সব সময়ই তো লিফটে ওঠানামা করেন। কখনো কি খেয়াল করেছেন, লিফটের দরজায় ছোট একটা ছিদ্র থাকে? না খেয়াল করে থাকলে আজই লিফটে ওঠার আগে ভালো করে দরজার দিকে খেয়াল করুন। এই ছোট্ট ছিদ্রটি আপাতদৃষ্টিতে দেখলে ততটা গুরুত্বপূর্ণ মনে হবে না। কিন্তু জরুরি অবস্থায় অথবা লিফট ঠিকঠাক রাখতে এই ছিদ্র খুবই কার্যকর। লিফট কখনো যদি বন্ধ হয়ে যায়, তখন একটি ‘ড্রপ কি’র মাধ্যমে লিফটের দরজা খোলা হয়। রেফারেন্স ওয়েবসাইটে লিফটে ছিদ্র থাকার কারণ ব্যাখ্যা করা হয়েছে।

lift-1-700x336

লিফটের দরজা মূলত দুই সেট থাকে। লিফটের ভেতরের দিকে এক সেট আর লিফটের বাইরে দিকে এক সেট। খোলার সময় এ দুই সেট দরজা একসঙ্গেই খোলে। এ ছিদ্রটি মূলত বাইরের দিকের দরজার থাকে। এ কারণে যখন লিফটের বাইরে লাইন ধরে দাঁড়ান, তখন এই ছিদ্র দেখতে পান। ভেতরে ঢুকলে লিফট বন্ধ হওয়ার পর ছিদ্রটা আর দেখতে পান না। আর বাইরে দিকের দরজায় ছিদ্রটা রাখার মূল কারণ হলো লিফট আটকে গেলে যেন বাইরে থেকে এর দরজা খোলা যায়।

এই ছিদ্রটিকে আপনি বলতে পারেন তালা। আর এই তালা খোলার জন্য চাবি, যা ‘ড্রপ কি’ নামে পরিচিত, সেটি থাকে ভবনের রক্ষণাবেক্ষণকারীদের কাছে। আনলকিং সিস্টেমটা লিফটের ভেতরের দিকে থাকে। লিফট হঠাৎ বন্ধ হয়ে গেলে এই ছোট্ট ছিদ্র দিয়ে লিফট মেকানিক দরজা খোলার চেষ্টা করেন। অনেক সময় এই ছিদ্র গোল না হয়ে অর্ধচন্দ্রাকৃতির হয়ে থাকে। কারণ, চাবির আকার কিছুটা অর্ধচন্দ্রাকৃতির মতো। এর ফলে লিফটের দরজা খোলা সহজ হয়।
এই চাবি দিয়ে লিফটের দরজা খোলার পর লিফট মেকানিক একটি লোহার দণ্ড দিয়ে জোর করে পুরোটা দরজা খুলে ফেলেন। এই দণ্ড সাধারণত লিফটের দরজা খোলার কাজে, জরুরি অবস্থায়, লিফট ঠিকঠাক করতে ব্যবহার করা হয়।

এ জাতীয় আরও খবর