লুটপাটের বাজেট: বিএনপি
AmaderBrahmanbaria.COM
জুন ২, ২০১৬
---
নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন সরকারকে অবৈধ দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মন্ত্রী-এমপিরা যাতে বেশি বেশি লুটপাট করে পকেট ভরতে পারে সেই বাজেট ঘোষণা করা হয়েছে। এতে জনকল্যাণ কিছুই হবে না।আজ বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিকেলে কাকরাইল ডিপ্লোমা ইনস্টিটিউটের মিলনায়তনে এ কথা বলেন।
রুহুল কবির রিজভী প্রশ্ন রেখে বলেন, যে সরকারের কোনো বৈধতা নেই, সেই সরকার আবার কিসের বাজেট ঘোষণা করছে। লুটপাটের জন্যই এ বাজেট ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।