g যুদ্ধজাহাজ সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করল আমেরিকা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৭ই জুলাই, ২০১৭ ইং ২রা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

যুদ্ধজাহাজ সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করল আমেরিকা

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৮, ২০১৬

---

amerca-fight-shipআন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর মহড়া এলাকা থেকে নিজের একটি যুদ্ধজাহাজ সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা। ইরানের নৌবাহিনী সতর্কতামূলক বার্তা পাঠানোর পর মার্কিন নৌবাহিনী নিজের যুদ্ধজাহাজ সরিয়ে নেয়ার কথা জানাল। খবর রেডিও তেহরান।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর কমান্ডার কেভিন স্টিফেন্স এক বিবৃতিতে একথা জানানোর পাশাপাশি ইরানের পক্ষ থেকে পাঠানো সতর্কবার্তাকে ‘নিয়মিত ঘোষণা’ বলে এর গুরুত্ব কমিয়ে দেয়ার চেষ্টা করেছেন।

তিনি বলেছেন, “ইরান তার সামরিক মহড়া এলাকায় তাজা গোলাগুলি ব্যবহার করার কথা ঘোষণা করেছে। সাগরে এ ধরনের প্রশিক্ষণ চালানোর সময় এটি একটি নিয়মিত ঘটনা।”

অবশ্য ইরানের মহড়া এলাকা থেকে সরিয়ে নেয়া মার্কিন যুদ্ধজাহাজটি সেখানে ঠিক কী কাজ করছিল তা অবশ্য জানানটি স্টিফেন্স। এর পরিবর্তে তিনি দাবি করছেন, ইরানের নৌবাহিনীর সতর্কবার্তাকে ‘নির্দেশ’ হিসেবে নেয়নি তার বাহিনী।

এর আগে বুধবার ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজটিকে দুইবার সতর্ক করে দিয়েছে তার বাহিনী। নৌবাহিনীর টহল বিমান থেকে একবার এবং ‘আলবোর্জ’ ডেস্ট্রয়ার থেকে আরেকবার সতর্ক করা হয় বলে তিনি জানান। অ্যাডমিরাল সাইয়ারি বলেন, সতর্কবার্তা পাওয়ার পরপরই মার্কিন যুদ্ধজাহাজটি মহড়া এলাকা ত্যাগ করে। জাহাজটির সঙ্গে টহল বিমান ও গানবোট ছিল বলে জানান তিনি।

পারস্য উপসাগরের বিশাল এলাকা জুড়ে বর্তমানে বার্ষিক সামরিক মহড়া চালাচ্ছে ইরানের নৌবাহিনী। ভেলায়েত-৯৪ নামের এ মহড়া বুধবার সকালে শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর