g কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৯শে জুলাই, ২০১৭ ইং ৪ঠা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৭, ২০১৬

---

sailiya-accident-1ডেস্ক রিপোর্ট : কাতারে মালবাহী ট্রাকের ধাক্কায় চার বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেই চারজন ব্যক্তির বাড়িই সিলেটেরকানাইঘাট উপজেলায়। এঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা এবং স্থানীয় সময় সকাল ৮টায় ট্যাক্সিযোগে দেশটির কাতারের দোহায় স্থানীয় সবজি মার্কেট থেকে সোমাল নামক স্থানে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের হাছই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৩২) ও তার ছোট ভাই মঈনুদ্দিন (৩০), গর্দনাকান্দি গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৩৫) এবং কাপ্তানপুর গ্রামের মুহিব উদ্দিন (২৮)।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দু’জন হচ্ছেন- আওলাদ হোসেনের ছোট ভাই রেজওয়ানুল করিম এবং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ফরিদ উদ্দিন।

এ জাতীয় আরও খবর