তাবেলা হত্যা : ৩ হত্যাকারীসহ ৪ জনকে আটক
---
রাজধানীর গুলশানে ইতালি নাগরিক তাবেলা সিজার হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ৩ জনসহ ৪ জনকে আটকের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানায় ডিবি পুলিশ।
রবিবার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সোমবার সকালে এ তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃত ৩ জন হলেন- রাসেল ১, রাসেল ২ ও তামজিদ ওরফে সুমন।
এ বিষয়ে সোমবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করবেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যার পর গুলশানের কূটনৈতিক জোনের ৯০ নম্বর রোডে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালীয় নাগরিক এনজিও কর্মী তাবেলা সিজার। এ ঘটনায় তার সহকর্মী অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় হত্যা মামলা করেন।