সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

বেলজিয়ামে ‘সন্দেহভাজন’ যাত্রীর কারণে মিশরগামী ফ্লাইট বাতিল

মিশরীয় এয়ারলাইন ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট শনিবার বাতিল করা হয়েছে। ওই বিমানের এক যাত্রীর সন্দেহজনক আচরণের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিমানটি ব্রাসেলস থেকে কায়রো যাচ্ছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ফেডারেল পুলিশ এক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নিরাপত্তাজনিত কারণে ইজিপ্টএয়ারের এমএস ৭২৬ ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়া হয়নি। যাত্রীদের নামের তালিকা ও লাগেজ পুনরায় যাচাইয়ের জন্য ফ্লাইটটির শিডিউল পরিবর্তন করা হয়।
ফ্লেমিশ ভাষার পত্রিকা হেত নিউসব্লাদ জানিয়েছে, বিমানে কিছু ঘটতে যাচ্ছে এ কথা বলার পর সন্দেহভাজন যাত্রীটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি ইতোমধ্যেই নিরাপত্তা সংস্থার নজরদারিতে ছিলেন। ফ্রেঞ্চ ভাষার দৈনিক লে সোইর জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৩৫৫) ফ্লাইটটির ছাড়ার কথা ছিল। কিন্তু কয়েক ঘন্টা পর ফ্লাইটটি বাতিল করা হয়। যাত্রীদের অন্য ফ্লাইটে নেয়া হয়।

আরও : মুস্তাফিজকে সামলাতেই ওয়ালশের বিপত্তি!

 

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

উত্তর কোরিয়ার শীর্ষ তিন সেনাকর্মকর্তাকে অপসারণ

ইউরোপে সীমান্ত পার হওয়ায় গাভীর প্রাণদণ্ড !

ফিলিস্তিনি নার্সকে হত্যার বিচার দাবি আরব লীগের

ধনী দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে বছরে ১শ বিলিয়ন ডলার খরচ করে

মক্কা নগরী উন্নয়নে সৌদি বাদশাহর নতুন ডিক্রি জারি

প্রকাশ্যে ঈদের নামাজ পড়ার অনুমতি পেল বর্ধমানের নারীরা