সোমবার, ৪ঠা জুন, ২০১৮ ইং ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

৪১ দিন কারাভোগ শেষে দেশে ফিরলেন চরমোনাই পীরের ভাই

আরও : মুস্তাফিজকে সামলাতেই ওয়ালশের বিপত্তি!

সৌদি আরবে এক মাস ১১ দিন কারাভোগ করে দেশে ফিরেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম। তিনি চরমোনাইপীর মুফতি সৈয়দ রেজাউল করীমের ছোট ভাই। বেলা পৌনে তিনটার দিকে সৌদি আরব থেকে বিমানে করে হযরত ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের বেশ কিছু নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন। বিকেলে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আবারও সংবর্ধনা দেওয়া হয় ফয়জুল করীমকে। গত ২৭শে মে রিয়াদের একটি ইসলামী মাহফিল থেকে মুফতি ফয়জুল করীমকে আটক করে সৌদি পুলিশ। তার সঙ্গে আরও তিনজন ওই মাহফিল থেকে আটক হন। তার বিরুদ্ধে ধর্মীয় উস্কানিসহ ১১টি অভিযোগ আনা হয় বলে জানা গেছে। তবে এ সব অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ৭ই জুলাই সৌদি সরকার তাকে মুক্তি দেয়। দেশে ফিরে বিমানবন্দরে ফয়জুল করীম বলেন,‘তথাকথিত লা মাযহাবী এবং জামায়াতের কতিপয় লোক আমাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল এবং গোয়েন্দা দিয়ে  গ্রেপ্তার করিয়ে দীর্ঘদিন আটকে রেখেছিল। সব চক্রান্ত মিথ্যা প্রমাণিত হওয়ায় সৌদির ধর্মমন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং আমাকে রাষ্ট্রীয় মেহমানধারীসহ ওমরাহ করার ব্যবস্থা করেন।

Print Friendly, PDF & Email