বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০১৭ ইং ১৬ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

বাদশাহর সাদামাটা দাফন, সৌদিতে নেই রাষ্ট্রীয় শোক

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৪, ২০১৫

---

dead-body-badshah_209728

আন্তর্জাতিক ডেস্ক : দেশের সরকার প্রধান বা প্রেসিডেন্টের মৃত্যুতে যেসব আনুষ্ঠানিকতা করার কথা এর কোনোটাই করা হয়নি সৌদি আরবের বাদশা আবদুল্লাহর ক্ষেত্রে। সাধারণ সাদা আবরণে শুক্রবার কবরে চিরনিন্দ্রায় শায়িত হলেন তিনি। তার পূর্ব পুরুষদের মতোই সাধারণ নাগরিকদের মতো তাকে কবর দেয়া হয়েছে। ইসলামে লাশ নিয়ে আড়ম্বর এবং শোক প্রকাশ শিরকের শামিল বলে সৌদি আরবে তা গুরুত্ব সহকারে মেনে চলা হয়।

বাদশাহর মৃত্যুতে সৌদি আরবে সরকারিভাবে কোনো শোক দিবস পালনের ঘোষণা দেয়া হয়নি, জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়নি। তার মৃত্যুতে সৌদি আরবের রাজপথে কোনো শোক র‌্যালিও হয়নি। শুক্রবার ও শনিবার যথারীতি অফিস বন্ধ থাকার পর রবিবার আবার খুলবে।
এর আগে শুক্রবার আসরের নামাজের পর রাজধানী রিয়াদের গ্রান্ড মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামমতি করেন মসজিদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ।
সৌদি বাদশার জানাজায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শাসক এবং বহু দেশের প্রতিনিধিরা অংশ নেন।
আসরের নামাজের পর শহরের একটি অ্যাম্বুলেন্সে করে বাদশার লাশ মসজিদের নিয়ে আসা হয়। জানাজার নামাজ শেষে সাধারণ স্ট্রেচারে করে বাদশার নিকটাত্মীয়রা সেটি বহন করে তাকে কবরে শায়িত করেন।
বাদশাকে সমাহিত করার সময় কোনো আনুষ্ঠানিকতার আয়োজন ছিল না। তবে জীবদ্দশায় বাদশাহ বিশ্বের সবচেয়ে ব্যয়ববহুল বিমানে ভ্রমণ করতেন।
২০০৬ সালে ফাঁস হওয়া মার্কিন কূটনৈতিক তারবার্তায় জানা যায় যে, তিনি মার্কিন একজন কূটনীতিককে বলেছিলেন যে তার বিমানটিতেও যেন এয়ার ফোর্স ওয়ানের (মার্কিন প্রেসিডেন্টের বিমান) মতই নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করে দেয় বোয়িং।
তবে অন্যান্য ক্ষেত্রে বাদশাহ আবদুল্লাহ তার ভাই এবং ভাতিজাদের মত বিলাসী জীবন যাপন করতেন না। তিনি ছিলেন মিতব্যয়ী। মধ্যপ্রাচ্যের ব্যয়বহুল প্রাসাদে অবকাশ যাপনের পরিবর্তে তিনি মরুভূমির শিবিরে সময় কাটাতেন। ক্ষমতায় থাকাকালে তিনি তার পরিবারের সদস্যদের ব্যয় হ্রাসের পদক্ষেপ নিয়েছিলেন। তিনি প্রিন্সদের টেলিফোন বিল প্রদান এবং রাষ্ট্রীয় বিমান সংস্থায় ভ্রমণের জন্য আগাম বুকিংয়ের নির্দেশ দিয়েছিলেন। সূত্র: এএফপি, আলআরাবিয়া ও খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

  • কাবার নতুন গিলাফ প্রস্তুত, যা থাকছে এবারের গিলাফে
  • ব্রাহ্মণবাড়িয়া শহরের রেষ্টুরেন্টে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা : ব্যাপক ভাঙ্গচুর
  • অবৈধভাবে বিদেশ গেলেই শাস্তি
  • বিচ্ছেদের কারণে কেন আত্মহত্যার প্রবণতা?
  • মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রজন্মলীগকে কার্যকর ভূমিকা রাখতে হবে-হেলাল উদ্দিন।
  • এবার শাহরুখকে নিয়ে মন্দিরার ‘সেলফি’!
  • মায়ের কোলে ৪৮০০ বছর
  • ইসলামাবাদের আকাশে যুদ্ধবিমান, ওয়ার রুমে মোদি
  • অনুমোদন ছাড়াই কলেজ নাম প্রচার ও ভর্তি প্রক্রিয়া
  • অবরোধে পেছাল আজকের পরীক্ষা
  • পৃথিবীর মতো আরেক গ্রহের সন্ধান পেল বিজ্ঞানীরা
  • ফাইনাল হলেই কী যেন হয় হিগুয়েইনের!

এ জাতীয় আরও খবর

  • কাবার নতুন গিলাফ প্রস্তুত, যা থাকছে এবারের গিলাফে
  • ব্রাহ্মণবাড়িয়া শহরের রেষ্টুরেন্টে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা : ব্যাপক ভাঙ্গচুর
  • অবৈধভাবে বিদেশ গেলেই শাস্তি
  • বিচ্ছেদের কারণে কেন আত্মহত্যার প্রবণতা?
  • মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রজন্মলীগকে কার্যকর ভূমিকা রাখতে হবে-হেলাল উদ্দিন।
  • এবার শাহরুখকে নিয়ে মন্দিরার ‘সেলফি’!
  • মায়ের কোলে ৪৮০০ বছর
  • ইসলামাবাদের আকাশে যুদ্ধবিমান, ওয়ার রুমে মোদি
  • অনুমোদন ছাড়াই কলেজ নাম প্রচার ও ভর্তি প্রক্রিয়া
  • অবরোধে পেছাল আজকের পরীক্ষা
  • পৃথিবীর মতো আরেক গ্রহের সন্ধান পেল বিজ্ঞানীরা
  • ফাইনাল হলেই কী যেন হয় হিগুয়েইনের!