আশুগঞ্জে শীতার্ত মানুষের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক
AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ২৯, ২০১৪
---
নিজস্ব প্রতিবেদক : গত কিছু দিন যাবত আশুগঞ্জে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা চরম কষ্টে জীবন যাপন করছেন। এ কারণে এসব অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িছেন শাহজালাল ইসলামী ব্যাংক আশুগঞ্জ শাখা। আজ সোমবার সকালে আশুগঞ্জ দু-ভাই শপিং কমপ্লেক্সে ব্যাংক কার্যালয়ে ৩ শতাধীক হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, ব্যাংকের ব্যাবস্থাপক আব্দুল কাইয়ুম, ব্যবস্থাপক অপারেশন মাসুদ করিম চৌধুরী, ব্যাংকের কর্মকর্তা সালাহ উদ্দিন, মোহাম্মদ ইসহাক সহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত থেকে হতদরিদ্রদের হাতে। হতদরিদ্ররা কম্বল পেয়ে অনেক খুশি।