বৃহস্পতিবার, ১৩ই জুলাই, ২০১৭ ইং ২৯শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রজন্মলীগকে কার্যকর ভূমিকা রাখতে হবে-হেলাল উদ্দিন।

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১৯, ২০১৪

---

dipuবাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রজন্মলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় ওস্তাদ দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে উক্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসন লিটন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল আলম। সভায় সভাপতিত্ব করেন প্রজন্মলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ দিপু। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রয়াত এডঃ আব্দুস সামাদ এর পুত্র মোঃ মামুন। স্বাগত বক্তব্য প্রদান করেন আশিকুর রহমান। সভায় সংগঠনের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাসেল এর পরিচালনায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক এম.সাইদুজ্জামান আরিফ, সাবেক ছাত্রনেতা মনির হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, মশিউর রহমান লিটন, যুবনেতা গোলাম মোস্তফা রাফি, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। সাবির্ক সহযোগীয়তায় ছিলেন সংগঠনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক আসিফ রহমান চপল, আল-মামুন, সদস্য সচিব খন্দকার তানিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দিতে চায় না। দেশ কে এগিয়ে নিতে হলে আমাদের নতুন  প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রজন্মলীগের নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। পরে অতিথিবৃন্দ প্রজন্মলীগের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে প্রজন্মলীগের নেতৃবৃন্দ ছারাও আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

এ জাতীয় আরও খবর