সোমবার, ৩রা জুলাই, ২০১৭ ইং ১৯শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

চুমু নিয়ে ১০টি মজার তথ্য!

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১, ২০১৪

---

kiss-1

ডেস্ক রিপোর্ট : প্রেম করেছেন কিংবা করেননি তবে এখনো চুমু খান নি এমন মানুষের সংখ্যা সারা পৃথিবীতে হাতেগোনা! আসুন জেনে নেই চুমু সম্পর্কিত ১০টি মজার তথ্য:
 
১. প্রত্যেক বছর এর ফেব্রুয়ারীর ৫ তারিখ হচ্ছে আন্তর্জাতিক চুমু দিবস।
২. সাধারন চুমুতে প্রতি মিনিটে ২৫ ক্যালোরি এবং গভীরভাবে চুমুতে ১০০ ক্যালোরি পর্যন্ত শক্তি প্রয়োজন!
৩. চুমু সম্বন্ধে যে বিদ্যা বা বিষয় তার নাম
 Philematology!
৪. প্রায় সব প্রেমিক প্রেমিকাদের মস্তিস্কে এক ধরনের নিউরন থাকে যা তাদেরকে অন্ধকারেও একজন আরেক জনের ঠোঁট খুজে পেতে সাহায্য করে!
৫. পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৫৮ ঘন্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড! এটা করা হয়েছিলো ২০১৩ সালের ভ্যালেন্টাইনস ডে তে, ১২-১৪ ফেব্রুয়ারি। নয়জন প্রতিযোগীর মাঝে বিজয়ী হয়েছিলেন একাচ্চাই তিনারাত ও লাক্সানা তিনারাত। এই যুগলের দুজনকেই পরে অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিতে হয়েছিলো।
৬. সিনেমাতে সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩ মিনিট পাঁচ সেকেন্ড্ । সিনেমার নাম “
ÒYouÕre in the Army NowÓ(১৯৪১ সালের)।
৭. মূল ধারার এক সিনেমাতে সব থেকে বেশী চুমুর রেকর্ড ১২৭ বার!!!
Don Juan (১৯২৭ সালের) সিনেমাতে!
৮. আমরা যেটাকে ফ্রেন্চ কিস হিসেবে জানি ফ্রান্স এ তার নাম  
Embrasser Avec la Langue!
৯. পুরুষের কাছে পৃথিবীর সবচেয়ে আকর্ষনীয় ঠোট? গত বছরের জরিপ অনুযায়ী এঞ্জেলিনা জলি!
১০. চুমু খেতে ভয় পান? নার্ভাস্ত হাত পা কাঁপে? বুক ধড়ফড় করে? তবে আপনার
Philematophobia হয়েছে!

এ জাতীয় আরও খবর