সোমবার, ১২ই জুন, ২০১৭ ইং ২৯শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২, ২০১৪

---

fdsনিজস্ব প্রতিনিধি ::  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেও বাড়িয়া গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বুধবার সকালে পুকুরের মাছ কেনাবেচাকে কেন্দ্র করে হাবিব মিয়া ও  আলীর মধ্যে বাদানুবাদ হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে তাদের  সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ জাতীয় আরও খবর