ভাইরাল: ‘বজ্রপাতে’ও মামলা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে। এটির শিরোনাম ‘বজ্রপাতেও মামলা’, ‘আসামি বিএনপি নেতারা’। গতকাল মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে এটি প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে যা ভাইরাল হয়ে মানুষের ওয়ালে ওয়ালে ছড়িয়ে পড়েছে।ওই সংবাদের ভেতরে লেখা, রাতে বৃষ্টিপাতের সাথে তুমুল বজ্রপাত হয়। বজ্রপাতের শব্দকে ‘বোমা বিস্ফোরণ’ হিসেবে চালিয়ে দিয়েছে পুলিশ। মামলা দেয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গেল ১৩ অক্টোবর রাতে বজ্রপাতের পরদিন নগরীর বায়েজিদ থানায় এমন মামলা করে পুলিশ।
৪ মামলায় আসামি করা হয়েছে দেড়শতাধিক বিএনপি নেতাকর্মীকে। গতকাল (সোমবার) সকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অব্যাহত গায়েবি মামলার এমন ভুতুড়ে অভিযোগের তথ্য জানান নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি অভিযোগ করেন, ১৩ অক্টোবর রাতভর বৃষ্টি হয়। বিকট শব্দে বজ্রপাতও হয়। পরদিন ১৪ অক্টোবর পুলিশ বাদী হয়ে থানায় বোমা বিস্ফোরণ হয়েছে বলে মামলা রুজু করেন। আর তাতে আসামি করা হয় বিএনপি….।
সূত্র- বিডি-প্রতিদিন