জনবিচ্ছিন্ন নেতাদের ঐক্যে জনগণের কিছু আসে যায় না: কাদের
নিউজ ডেস্ক : অ্যালায়েন্সের কাফেলা প্রতিদিনই গড়ছে-ভাঙছে সমীকরণ চলছে। এখন ২০০১ সাল কিংবা ২০১৪ না। বাংলাদেশের জনগণ আস্থাশীল। জনবিচ্ছিন্ন নেতাদের ঐক্যে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না। এ কারণে কোনো শঙ্কা নেই।
বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১৫ জন শহীদের স্মরণে ফুলেল শ্রদ্ধা, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল শেষে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জাকের পার্টি, সাতদলীয় বাম জোট, ইসলামী ফ্রন্ট, প্রতিদিনই দুই একটা আবেদন আসছে, আমাদের জোটে আসার। এ বিষয়ে সিদ্ধান্ত পরে হবে৷ মেরুকরণের ওপর জোট নির্ভর করবে৷
তিনি বলেন, বিকল্পধারা এখনো অভিপ্রায় দেখায়নি।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন নাহার লাইলীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।আরটিভি অনলাইন