শ্রীদেবীকন্যা জাহ্নবী অবশেষে মুখ খুললেন
বিনোদন ডেস্ক।। সময়ের নিয়মে নতুন দিন এসেছে আবার তা চলেও গেছে। মা চলে যাওয়ার পর শ্যুটিং ফ্লোরেই মিলেছে তার শান্তি। শ্রীদেবীর মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তার মেয়ে জাহ্নবী কাপুর। জানালেন মাকে ছাড়া কীভাবে কাটছে তার দিনগুলি।
আরও : এবার সমকামী বিয়ে হচ্ছে ব্রিটিশ রাজপরিবারে
“আমার মনে হয়, অভিনয় করাটাই আমাকে অনেক ভাবেই বাঁচিয়ে দিয়েছে। ‘ধড়ক’ ছবির শুটিং ফ্লোরে যদি ফিরে না আসতাম বা অভিনয় না করতে পারতাম তবে হয়তো আমার পক্ষে খুবই কষ্টের হতো। তবে পরিবারের পাশাপাশি কাজের মধ্যে থাকায় এগিয়ে চলার শক্তি পেয়েছি। তবে ব্যাপারটা মোটেও সহজ ছিল না।” এভাবেই অকপট ভাবে মনের কথা জানালেন শ্রীকন্যা।
গত ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলে অস্বাভাবিক মৃত্যু হয় শ্রীদেবীর। ঘটনার শোক কাটিয়ে উঠতে সময় লেগেছিল। তবে সেই শোক সরিয়ে মায়ের মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যেই শুটিং ফ্লোরে ফিরে গিয়েছিলেন জাহ্নবী কাপুর।