মঙ্গলবার, ২৬শে জুন, ২০১৮ ইং ১২ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

মেসির বিপক্ষেও দুই গোল করবো: মুসা

স্পোর্টস ডেস্ক
আইসল্যান্ডের বিপক্ষে একাই দুই গোল করেন নাইজেরিয়ান মুসা। মেসির বিপক্ষে সেন্ট পিটার্সবার্গেও দুই গোল করার কথা জানালেন নাইজেরিয়ার এই স্ট্রাইকার। লিচেস্টার সিটিতে খেলা এই স্ট্রাইকার জানান, ‘এই খেলায় যে কোনো কিছু হতে পারে। আমার মনে হয় এবারও আমি ২টি গোল করব।’

আইসল্যান্ডের বিপক্ষে জয় পেলেও এখনো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি নাইজেরিয়ার। তাদের ভাগ্য এখন নির্ভর করছে আর্জেন্টিনার সাথে ম্যাচের ওপর।

আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের প্রসঙ্গে মুসা জানান, ‘আমার মনে হয় আর্জেন্টিনার বিপক্ষে খেলা তত বেশি কঠিন হবে না। এই ম্যাচের গুরুত্ব কতটা আমরা জানি। এটা হচ্ছে ‘ডু অর ডাই।’

মুসা বলেন, ‘আমার মনে আছে ৪ বছর আগে যখন ব্রাজিলে আমি মেসির বিপক্ষে আমি খেলেছিলাম। আমি ওই ম্যাচে ২টি গোল করেছিলাম। আর যখন আমি লেইসেস্টারে যোগ দিলাম এবং বার্সেলোনার বিপক্ষে খেলি, তখনও মাঠে মেসি ছিল এবং আমি আবারও ২টি গোল করেছিলাম।’

আর্জেন্টিনার সাথে এই ম্যাচে ড্র করলে তা নাইজেরিয়ার জন্য যথেষ্ট, তবে সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার সাথে আইসল্যান্ডের খেলার ফলাফলের ওপর তাদেরকে নির্ভর করতে হবে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ইরানের বিপক্ষে পর্তুগালের শক্তিশালী একাদশ

ভবিষ্যৎ বাণী বলছে, অঘটন ছাড়াই শেষ হবে গ্রুপ পর্ব

স্বান্ত্বনার জয়ও পেলেন না সালাহ

রাশিয়াকে হারিয়ে গ্রুপ সেরা উরুগুয়ে

ক্রোয়েশিয়া কোচের যে ভাবনা ডুবাবে আর্জেন্টিনাকে

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে থাকছেন নামী রেফারি