ট্রাম্প-কিম বৈঠক পরমাণূনিরস্ত্রিকরণে সহায়ক হবে বলে একমত মুন-পুতিন
ট্রাম্প-কিম বৈঠক পরমাণূনিরস্ত্রিকরণে সহায়ক হবে বলে একমত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। গত সপ্তাহে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম এ বৈঠক করেন।
আরও : একটি আমের দাম দেড় হাজার টাকা!
মুনের রাশিয়া সফরের পর দুই দেশীয় নেতার যৌথ বিবৃতিতে সাক্ষরের মাধ্যমে এ একাগ্রতা পোষন করেন যা দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির ব্লু হাউজ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার মুন রাশিয়াতে পৌঁছে। ১৯৯৯ সালের পর এটি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রথম সরকারি সফর। গত সপ্তাহে সিঙ্গাপুরে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক পরমাণূনিরস্ত্রিকরণে সহায়তা হবে বলে রাশিয়া ও দক্ষিণ কোরিয়া উভয় দেশের নেতারা একমত পোষন করেন। রাশিয়ার মস্কো এবং দক্ষিণ কোরিয়ার সিওল উভয় আশা করছে যে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং এ অর্থনৈতিক পরিকাঠামোর প্রকল্পগুলো খোলায় তা উত্তর কোরিয়ার মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও রাশিয়ায় সংযুক্ত হয়ে সহায়তায় আসবে। ডন
এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার এই মসজিদে যেতে পারবেন না পর্যটকরা

মিয়ানমার সেনাবাহিনীর শীর্ষ সাত কর্মকর্তাকে শাস্তি দিল ইইউ

গৃহবধূ ও যুবককে ল্যাম্পপোস্টে বেঁধে নির্যাতন, ছবি ভাইরাল!

বার্লিনে ইমাম ও রাব্বি একই সাইকেলে, অংশ নিলেন সম্প্রীতির মিছিলে

মসজিদ নির্মাণে কথা রাখেনি সৌদি আরব
