কিছু গোপন তথ্য সৌদি আরবের, যা সহজে কারো সামনে আসে না (ভিডিও)
কিছু গোপন তথ্য সৌদি আরবের, যা সহজে কারো সামনে আসে না (ভিডিও)
অন্যরা যা পড়ছেন…
‘কিছুই বলতে চাই না শাকিব সম্পর্কে’
বিনোদন ডেস্ক।। এবারের ঈদে দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুপার স্টার শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটি। শাকিব আর অপুর বিবাহবিচ্ছেদের পর এবারই তাঁদের এক সঙ্গে প্রথম কোনো ছবি মুক্তি পেল। মুক্তির আগে থেকেই এই ছবিটি নিয়ে দর্শকের আলাদা আগ্রহ ছিল।
অন্যদিকে কলকাতার ছবিতে অভিনয় করছেন অপু বিশ্বাস। সুধীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’ নামের এই ছবির প্রথম ধাপের কাজ শেষ হয়েছে কলকাতায়। জানা গেছে, অপুর ঈদের ছবি, কলকাতায় তার কাজের অভিজ্ঞতা আর ছেলে জয়কে নিয়ে তাঁর ঈদ উদযাপন নিয়ে অপুর বেশ ভালো সময় পার করেছেন তিনি। এসব বিষয় নিয়ে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন তার অনুভূতির কথা।
আরও : এবার সমকামী বিয়ে হচ্ছে ব্রিটিশ রাজপরিবারে
শেষ মুহূর্তে এসে ছবিটি খুব বেশি হলে মুক্তি দিতে পারেননি প্রযোজক। ঈদের আগে কলকাতায় ‘শর্টকাট’ ছবির শুটিং নিয়ে আমি ব্যস্ত ছিল অপু। তাই ‘পাঙ্কু জামাই’ ছবির প্রচারণার কাজে অংশ নিতে পারেনি অপু। ঈদে মুক্তি পাওয়া পাঁচটি ছবির মধ্যে ‘পোড়ামন ২’ ছবিটি বেশ ভালো যাচ্ছে।
অপু বিশ্বাস জানিয়েছেন,‘ঈদের পর এখন নতুন শিডিউল হবে। এবার গিয়ে বাকি শুটিং আর ডাবিংয়ের কাজ শেষ করে ফিরব। কলকাতার ছবিতে এবার প্রথম কাজ করছি। বাণিজ্যিক ধারার যে ছবিগুলো হয়,‘শর্টকাট’ সেগুলো থেকে একদমই আলাদা। তাই ধরে ধরে কাজটি করছি।’
ঈদের ব্যস্ততা সম্পর্কে অপু গণমাধ্যমকে বলেছেন, ‘ঈদের দিন কলকাতা থেকে চাঁদরাতে রাতে ঢাকায় ফিরেছি। তাই খুব ক্লান্ত ছিলাম। তাই ঈদের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। এরপর নিজ হাতে সব রান্না করেছি। জয়কে ঈদের পোশাক পরিয়েছি। ঈদের দিন আমার এক দাদার দেওয়া পাঞ্জাবি, পায়জামা আর ব্রুনাই থেকে আনা টুপি জয়কে পরিয়েছি। জয় গাড়িতে ঘুরতে খুব আনন্দ পায়। বিকেলে আমি নিজে ড্রাইভ করে প্রায় দুই-তিন ঘণ্টা গাড়িতে করে ঘুরিয়েছি।’
ঈদের দিন শাকিব খানের সঙ্গে আপনার এবং জয়ের দেখা হয়েছে কিনা এই প্রশ্নে তিনি সাফ জানিয়েছেন, ‘এসব নিয়ে কিছু বলতে চাই না।’
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির সম্পর্কে অপু বলেন, গত মাসে দুই-তিন দিন শুটিং করেছি। এরপর ছবির টিমে কিছু ঝামেলা হয়েছিল। শুটিং বন্ধ হয়ে যায়। এখন শুনছি সমাধান হয়েছে। কয়েক দিনের মধ্যেই ছবিটির পরিচালক দেবাশীষ বিশ্বাসের সঙ্গে বসার কথা আছে। তখন পরবর্তী শুটিংয়ের তারিখ চূড়ান্ত হবে। উৎস: একুশে টেলিভিশন।