শনিবার, ২৩শে জুন, ২০১৮ ইং ৯ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে পরিশ্রমী লোক এরাই, ভিডিওতে দেখুন আপনার কল্পনারও বাহিরে…!!!

বিশ্বের সবচেয়ে পরিশ্রমী লোক এরাই, ভিডিওতে দেখুন আপনার কল্পনারও বাহিরে…!!!

অন্যরা যা পড়ছেন….

নাইজেরিয়া ও আইসল্যান্ডের ম্যাচেই ভাগ্য নির্ধারন হবে আর্জেন্টিনার

আরও : এবার সমকামী বিয়ে হচ্ছে ব্রিটিশ রাজপরিবারে

নিউজ ডেস্ক।। আইসল্যান্ডের সঙ্গে ড্র করেছে আর্জেন্টিনা। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে উড়ে গেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অনেকের ধারণা হতে পারে, এক ড্র ও এক হারে বিদায় ঘটে গেছে তাদের। কিন্তু না! শুধু বিদায়ের ঘণ্টা বেজেছে, আশা এখনো বেচেঁ আছে।

‘ডি’ গ্রুপ থেকে আজ মুখোমুখি হবে নাইজেরিয়া ও আইসল্যান্ড। পরের ম্যাচে মোকাবেলা করবে ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড। প্রথম ম্যাচে আইসল্যান্ডিকরা জিতলে এবং পরে ম্যাচ ড্র হলেই কেবল আর্জেন্টিনার বিদায় নিশ্চিত হবে। দুই ম্যাচে বিপরীত ঘটলে আশা বেঁচে থাকবে লিওনেল মেসিদের।

রাশিয়া বিশ্বকাপ অভিযাত্রাটা ভালো হয়নি আর্জেন্টিনার। নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি। আর দ্বিতীয় ম্যাচে ক্রোয়াটদের কাছে স্রেফ বিধ্বস্ত হয়েছেন তারা। এখন সামনে রয়েছে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ।

আজ নাইজেরিয়ার বিপক্ষে আইসল্যান্ড না জিতলে এবং ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচ ড্র না হলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে মেসি-দিবালাদের। এক্ষেত্রে শেষ ম্যাচে সুপার ঈগলদের হারাতে হবে তাদের। এখন দেখার বিষয় আর্জেন্টাইনদের কপালের জোর কতটা?

Print Friendly, PDF & Email