সন্তানের জন্ম দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রথমবারের মত সন্তানের জননী হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডেন। বৃহস্পতিবার দেশটির অকল্যান্ড শহরের একটি হাসপাতালে তার সন্তান জন্ম হল। ক্ষমতায় থাকা অবস্থায় বেনেজির ভুট্টোর পর সন্তানের জন্ম দিয়ে দ্বিতীয়বারের মত ইতিহাস সৃষ্টি করলেন আর্ডেন।
আরও : এবার সমকামী বিয়ে হচ্ছে ব্রিটিশ রাজপরিবারে
৩৭বছর বয়সী প্রধানমন্ত্রী সন্তান জন্মদানের ছয় সপ্তাহ আগে মাতৃত্বকালীন ছুটিতে যান। সেসময় দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ডেপুটি প্রাইম মিনিস্টার ইউনস্টন পিটারস। যদিও ছুটি চলাকালে কেবিনেটের কাগজপত্র পড়েন তিনি। ৩.৩১ কেজি ওজনের ফুটফুটে শিশুটির জন্মতে খুশি আর্ডেন বলেন, স্বাস্থ্যবান একটি শিশুর জন্ম দেয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন তিনি।
এদিকে, সন্তান জন্মদানে উচ্ছ্বসিত দেশটির জনগণ। প্রতিবেশী দেশগুলোর ক্ষমতাসীন নেতাসহ অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিবর্গ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এক টুইট বার্তায় তিনি বলেন, ‘নির্বাচিত হওয়ার সংবাদের চেয়েও এই সংবাদটি অনেক বেশি খুশি। অনেক ভালবাসা এবং শুভেচ্ছা নবাগত শিশুর জন্য। সকালটা সত্যি সুন্দর।’ বিবিসি