৫ দিন পর আখাউড়া স্থলবন্দর সচল
আখাউড়া প্রতিনিধি : টানা ৫ দিন বন্ধ থাকার পর দেশের অন্যতম রপ্তানী মুখী বন্দর আখাউড়া স্থলবন্দর চালু হয়েছে। বুধবার থেকে বন্দরের কার্যক্রম চালু হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন ছুটির কারনে ১৫ জুন শুক্রবার থেকে এ বন্দর বন্ধ থাকে। চালু হবার পর বন্দরের সবরকম আমদানি-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে।
তবে বন্দরের আমদানী রপ্তানী বন্ধ থাকলেও এ সময় দু’দেশের পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। বন্দরের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান, ধীরে ধীরে বন্দর সচল হতে শুরু করেছে। প্রসঙ্গত, এ বন্দর দিয়ে পাথর, সিমেন্ট, মাছসহ বিভিন্ন ধরনের পন্য ভারতে রপ্তানী করা হয়ে থাকে।