রবিবার, ২৪শে জুন, ২০১৮ ইং ১০ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

৫ দিন পর আখাউড়া স্থলবন্দর সচল

আখাউড়া প্রতিনিধি : টানা ৫ দিন বন্ধ থাকার পর দেশের অন্যতম রপ্তানী মুখী বন্দর আখাউড়া স্থলবন্দর চালু হয়েছে।  বুধবার  থেকে বন্দরের কার্যক্রম চালু হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন ছুটির কারনে ১৫ জুন শুক্রবার থেকে এ বন্দর বন্ধ থাকে। চালু হবার পর বন্দরের সবরকম আমদানি-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে।
তবে বন্দরের আমদানী রপ্তানী বন্ধ থাকলেও এ সময় দু’দেশের পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। বন্দরের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান, ধীরে ধীরে বন্দর সচল হতে শুরু করেছে। প্রসঙ্গত, এ বন্দর দিয়ে পাথর, সিমেন্ট, মাছসহ বিভিন্ন ধরনের পন্য ভারতে রপ্তানী করা হয়ে থাকে।
Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

আখাউড়া স্থলবন্দরের যাত্রীদের ডলার এনডোর্সমেন্ট জটিলতা নিরসনে বৈঠক

২০২০ সালেই আশুগঞ্জ অভ্যন্তরিন কন্টেইনার টার্মিনালের কাজ সম্পন্ন হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ৫২ কেজি গাঁজাসহ গাড়ি আটক

ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে বিপাকে ভারতগামী বাংলাদেশিরা

কসবায় মাদকসহ দুই ব্যবসায়ী আটক

আখাউড়ায় নিখোঁজের ৩ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার