শনিবার, ২৩শে জুন, ২০১৮ ইং ৯ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

বিয়ে করলেন ডিপজলের মেয়ে ওলিজা

মেয়ের বিয়ে দিলেন ঢাকাই সিনেমার একসময়ের দর্শকপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গতকাল মঙ্গলবার (১৯ জুন) রাজধানীর গুলশানের লেক শোর হোটেলে ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে । বরের নাম অর্পণ, তিনি পেশায় একজন ব্যবসায়ী।

ডিপজলের ব্যক্তিগত সহকারী জাকির হোসেন জানান, ঘরোয়াভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। তবে আগামী ২৮ জুন ঢাকার একটি অভিজাত হোটেলে বড় আয়োজনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান করা হবে। গত ১৮ জুন ঘরোয়াভাবে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে ওলিজার হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর ১৯ জুন তারা বিয়ে করেন।

আরও : এবার সমকামী বিয়ে হচ্ছে ব্রিটিশ রাজপরিবারে

এদিকে, বুধবার ডিপজলের কন্যা ওলিজা তার ফেসবুক আইডিতে বিয়ের বেশকিছু স্থিরচিত্র শেয়ার করেছেন। একটি স্থিরচিত্রে দেখা যাচ্ছে, লাল শাড়ি পরে বর অর্পণের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন ‘হ্যাপিলি ম্যারিড’। এছাড়া অন্য স্থিরচিত্রে ওলিজা ও অর্পণকে সঙ্গে নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন ডিপজল।

উল্লেখ্য, ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। তিনি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন । ঢাকায় ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর পাশাপাশি পরিচালনার সঙ্গেও যুক্ত রয়েছেন ওলিজা। গত বছর বাবা ডিপজলকে নিয়ে ‘মেঘলা’ নামে একটি ভৌতিক ছবির শুটিং শুরু করেছিলেন তিনি।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

শাকিব খান আর্জেন্টিনার ভক্ত, ছেলে আব্রাম কি ব্রাজিলের?

কৃত্রিম প্রজননে টাকি মাছের পোনা উৎপাদনে সফলতা

তবুও মন খারাপ বাপ্পির

বাজলো বিয়ের সানাই

আসছে ভাইজান

পা ফসকালেই বাদ চার চ্যাম্পিয়ন!