বিমানের ফ্লাইট বিলম্ব, পাইলট জ্যামে!
নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি ফ্লাইট কোনো ঘোষণা ছাড়াই বিলম্বিত হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিমানযাত্রী শরিফুল হাসান কালের কণ্ঠকে বলেন, সন্ধ্যা ৭টায় আমার ফ্লাইট। ফ্লাইট নম্বর বিজি ০১৩৫। যাবে জেদ্দা। আমি নামবো চট্টগ্রাম। বোর্ডিং করার পর জানলাম ফ্লাইট বিলম্বিত। খোঁজ নিলে ক্রুরা জানালেন, পাইলট এখনো আসেননি। ভয়ঙ্কর খবর হলো পাইলট যে যথাসময়ে আসবেন না সেটা নাকি কাউকে জানাননি। বিমানের ক্রুরাও নাকি জানেন না। বিমানের ক্যাপ্টেনের নাম ইলিয়াছ। তবে ক্রুরাও নাকি কেউ কেউ নির্ধিরিত সময়ে আসেননি।
শরিফুল আরও জানান, আমি তখন ফেসবুকে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিই। তার আমার স্ট্যাটাস দেখে বিমানের লোকজন যোগাযোগ করেছেন। শুনলাম ক্যাপ্টেন যানজটে পড়েছিলেন। মানলাম। আমার কথা হলো পাইলট কী সেটা জানিয়েছিলেন কর্তৃপক্ষকে? বিমান কর্তৃপক্ষ তবে কেন কোন ঘোষণা দিলো না। শত শত যাত্রী নারী শিশু যাবে জেদ্দা।