বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

‘বর্ডারে বিজিবি আর কাস্টমস কি ঘাস কাটে?’

লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য বলেছেন, ইয়াবা আসে মূলত মায়ানমার থেকে চোরাচালান হয়ে। সেই বর্ডারে কি বিজিবি আর আপনার কাস্টমস ঘাস কাটে?

সম্প্রতি পিনাকী তার ফেসবুকে লিখেছেন- দেশে কি ইয়াবার ফ্যাক্টরি আছে? ফ্যাক্টরি থাকলে সেইটা বুল ডোজার দিয়ে গুঁড়িয়ে দেন।

আরও : ফ্রান্স বনাম পেরুর খেলাটি দেখুন ….(সরাসরি)

ইয়াবা আসে মূলত মায়ানমার থেকে চোরাচালান হয়ে। সেই বর্ডারে কি বিজিবি আর আপনার কাস্টমস ঘাস কাটে? আপনি তো আগে বর্ডার সিল করবেন। বর্ডারে ইয়াবার চালান ধরতে পারেন না আর আপনি দেশের ভিতরে লাখ লাখ মানুষ ধইর‍্যা ইয়াবা সামলাইবেন?’

তিনি আরো লিখেছেন, কোটি কোটি যুবক বেকার। পৃথিবীতে কে না জানে মাদক আর দেহ ব্যবসা শুরুই হয় বেকারত্ব থেকে। সে কাজ পায় না তাই পেটের দায়ে মাদক ব্যবসা করে। বেকার যুবকের জীবনে কোন স্বপ্ন দিতে পারেন নি, তাই সে নেশায় বুদ হয়ে তার অসফল জীবনের জ্বালা জুড়ায়।

এই দুঃসহ দুঃশাসন মাদক ব্যবসার জন্য দায়ী। লুটপাটের যেই অর্থনীতি সক্ষম যুবককে চাকরি দিতে পারে না, সেই দেশে মাদকাসক্তি থাকবেই। দুঃশাসন তুই আগে দূর হ। মাদক এমনিতেই দূর হবে।

Print Friendly, PDF & Email