হাত নয়, পা দিয়েই চলছে নৌকা! (ভিডিও)
নিউজ ডেস্ক: ভিয়েতনামে কোনো দর্শনীয় স্থানে নৌকায় ভ্রমণ করতে গেলে অনেকেই অবাক হন। কারণ নৌকার বৈঠা চালানোর কাজটি তারা পা দিয়েই করে। যদিও বিশ্বের সর্বত্র সাধারণত হাত দিয়েই এ কাজ করা হয়।
বিষয়টি অবাক করলেও ভিয়েতনামের নিম বিন এলাকায় ঝাঁকে ঝাঁকে নৌকার মাঝি পা দিয়েই এ কাজটি করছেন। এ কাজে সেখানকার নারী-পুরুষ নির্বিশেষে মাঝিরা নিপুণ দক্ষতা অর্জন করেছেন।
নিম বিন এলাকাটি অত্যন্ত আকর্ষণীয়। বেশ দারুণ সুন্দর লেক ও তিনটি গুহা আছে সেখানে। সেখানকার স্থানীয় গাইডরা পর্যটকদের সরাসরি নৌকা চালিয়ে সেই গুহার ভেতর নিয়ে যায়।
আরও : গোটা ছবিতে একা অভিনয় করে গিনেস বুকে রেকর্ড করেছিলেন সুনীল দত্ত!
কিন্তু অতীতে এ কাজটি মাঝিরা হাত দিয়েই করত বলে জানা যায়। তবে পর্যটক সমাগম বৃদ্ধি পাওয়ায় নানা কাজে হাত খালি রাখার প্রয়োজন ছিল। আর সে কারণেই তারা পা দিয়ে নৌকা চালানো শুরু করে বলে জানায়।
পা দিয়ে নৌকা চালানোয় মাঝিদের বেশ সুবিধা হয়েছে। তারা হাত খালি রাখায় তা দিয়ে ছাতা ধরতে পারে কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্যও হাত ব্যবহার করতে পারে।
ভিডিওতে দেখুন সেই পা দিয়ে নৌকা চালানোর দৃশ্য-