মৃত্যুর গন্ধ পান এই নারী!
অনলাইন ডেস্ক: সৃষ্টির সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে ঠিক কোন সময়ে সেই অন্তিম মুহূর্ত আসবে তা বলতে পারে না কেউ। তাই মৃত্যু বড়ই রহস্যময়। সম্প্রতি ২৪ বছরের এক নারী রহস্যময় মৃত্যু নিয়ে খুলছেন সব জটলা। অস্ট্রেলিয়াবাসী এই নারীর দাবি, মৃত্যুর গন্ধ পান তিনি! সব সময়ে নয়, কোনো কোনো বিশেষ মুহূর্তে। আর তখনই তিনি বুঝতে পারেন, কাছের কোনও ব্যক্তির মৃত্যু আসন্ন।
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,আরি কালা নামের ওই নারী পেশায় একজন মনোবিদ। তার দাবি, বারো বছর বয়সে প্রথম নিজের ভিতরে থাকা অতীন্দ্রিয় এক শক্তির সন্ধান পান তিনি। এক আত্মীয়ের মৃত্যুশয্যায় তিনি আচমকাই আশ্চর্য এক গন্ধ পান। কিন্তু তিনি লক্ষ্য করেন, আর কেউ ওই গন্ধটি পাচ্ছে না। ঘটনার কিছু দিন পরই ওই আত্মীয় মারা যান।
আরও : ৭১ বিলিয়ন ডলারে ফক্স কিনছে ওয়াল্ট ডিজনি
এর পর আরি লক্ষ্য করেন, কোনো বিশেষ ব্যক্তির কাছে গেলে তিনি ওই গন্ধ পাচ্ছেন। সেই ব্যক্তিরাও কয়েকদিনের মধ্যেই মারা যাচ্ছেন। নিজের এই অলৌকিক ক্ষমতা তখনই বুঝতে পারেন তিনি।
এর পর এক দশকেরও বেশি সময় কেটে গেছে। মৃত্যুর গন্ধ পাওয়ার আশ্চর্য এ ক্ষমতার মাধ্যমে, অনেকের মৃত্যুকে সামনে থেকে অনুধাবন করেছেন আরি। বিষয়টিকে সম্পূর্ণ বাস্তব বলে দাবি করছেন আরি। আর সেই অভিজ্ঞতা নিয়েই সুন্দরী এক নারী হয়েও তিনি যেন বাস করেন এক রহস্যের অন্দরমহলে। নিজের অসহায়তাও খুব ভাল করে জানেন আরি। তিনি জানেন,মৃত্যুর আগাম আভাস পেলেও তাকে আটকানোর কোনও ক্ষমতা তার নেই।
শুরুতে মনোবিদের কাজ করার আগে একটি সংস্থায় সেক্রেটারির কাজ করতেন আরি। কিন্তু অচিরেই বুঝতে পারেন এই কাজ তার জন্য নয়। তার পরই তিনি পেশা পরিবর্তন করেন। নিজের মনের ওই রহস্যজনক আচরণকে সামনে রেখেই অন্যের মনের সমস্যার সমাধান করেন এই নারী।
এ জাতীয় আরও খবর

অভিবাসী শিশুদের গোপনে নিউইয়র্ক পাঠানোয় মেয়র ‘হতবাক’

বিশ্বকাপ আসরে রমরমা যৌনব্যবসা, লাখো যৌনকর্মীর সমাগম

জনমতের চাপে নীতি বদলালেন ট্রাম্প
