ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাত্রের মৃত্যু
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে রাশেদ হাসান (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাতদিন মৃত্যুর সাথে লড়াই করে তার মৃত্যু হয়। সে উপজেলার প্রতিমা বংকী এলাকার কুয়েত প্রবাসী বছির উদ্দিনের ছেলে এবং প্রতিমা বংকী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় সখীপুরের প্রত্যেক এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার প্রতিমা বংকী এলাকায় গত ২৮ মে সোমবার বিকেলে রাশেদ ও তার দুই বন্ধু মিলে ব্রাজিলের পতাকা নিয়ে বাজারে আসে। ঢাকা-সাগরদিঘী সড়কের ওই এলাকার সবচেয়ে উচুঁ একটি মেহগুনি গাছে পতাকা টাঙাতে উঠে রাশেদ। সে গাছ থেকে পা পিছলে সড়কের চলন্ত একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা দৌড়ে এসে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সাতদিন মৃত্যুর সাথে লড়াই করে মৃত্যু হয় রাশেদের।