রবিবার, ১০ই জুন, ২০১৮ ইং ২৭শে জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা রূপসদী এলাকা হতে গোপন সংবাদের ভিওিতে বিশেষ পরিচালনা করে বিপুল পরিমান মাদকসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ সদস্যরা।
০৬ জুন (বৃহস্হপতিবার) ভোররাতে চালানো অভিযানে, দুই হাজার ৪শ পিস ইয়াবা, ৫শ বোতল হুইস্কি ও ২৮০ বোতল বিয়ার উদ্ধার করে র‌্যাব সদস্যরা ।
এসময় র‍্যাবের হাতে আটকৃত তিন ব্যবসায়ীরা হলেন- বাদল মিয়া (৩২), সুমন মিয়া (২০) ও মামুন মিয়া (২২)।এরা  তিনজনই একই উপজেলার রূপসদী গ্রামের বাসিন্দা।
র‌্যাব-১৪জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মাহফুজুর রহমান ও স্কোয়াড্রন কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল রূপসদী গ্রামে অবস্থান নেয়। রাত আড়াইটার দিকে ওই গ্রামের শিশু মিয়ার বাড়ির সামনে একটি জমিতে অভিযান চালিয়ে বাদল, সুমন ও মামুনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উল্লিখিত মাদক উদ্ধার করা হয়। আটকরা সবাই মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর থানায় মামলা করা হয়েছে।
Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সম্মিলিতভাবে ভ’মিকা রাখতে হবে : মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবড়িয়ায় বাক-বিতন্ডার জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল : ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

জেলা জাসদ’র আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান সহ আহত-৪

চাতলপাড়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ এ. কে. একরামুজ্জামানের নদী ভাঙ্গন পরিদর্শন