গত বছর বিশ্বব্যাপী ৫’শ বেসামরিককে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী: পেন্টাগন
২০১৭ সালে মার্কিন সেনাবাহিনী বিশ্বব্যাপি ৫ শতাধিক বেসামরিক জনগনকে হত্যা করেছে। পেন্টাগন থেকে প্রকাশিত একেটি রিপোর্টে জানা গেছে এই তথ্য।
রিপোর্টটিতে আরো জানানো হয়েছে বেসামরিক বাহিনীর সেনাগুলো ছয়টি দেশের। এর মাঝে আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন উল্লেখযোগ্য। লিভিয়া ও সোমালিয়ায় বেসামরিক বাহিনীর হতাহতের সংখ্যার বিষয় বিশ্বাসযোগ্য তথ্য না থাকায় নিশ্চিত করে কিছু বলেননি পেন্টাগন। এছাড়া ইরাক ও সিরিয়ায় এ পর্যন্ত হতাহতের সংখ্যা ৪৫০ দাঁড়ালেও, আরো বাড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে।
পেন্টাগন থেকে এটি প্রথমবার মার্কিন সেনাকর্মকর্তা দ্বারা বেসামরিক বাহিনীর হত্যাকান্ডের তথ্য প্রকাশ পেলো। পেন্টাগন জানান, ৪৯৯ বেসামরিক বাহিনী নিহত ও ১৬৯ জন আহত হয়েছে শুদুমাত্র ২০-১৭ সালে। ইরাক ও সিরিয়ার আরো ৪৫০ জন বেসামরিক বাহিনীর নিহতের তথ্য আছে, তবে যথাযথ প্রমাণ না পাওয়ায় তা এখনো উল্লেখ করা হচ্ছে না। ইয়ন