বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

হাতে হেঁটে ১০ কিলোমিটার পাড়ি!

অনলাইন ডেস্ক: প্রবল ইচ্ছাশক্তির কঠিন পরীক্ষা দিয়েছেন রাশিয়ার দাগেনস্টানের ৫৩ বছর বয়সী সোলায়মান মাগোমেদয়। তিনি আশ্চর্যজনকভাবে শুধু দুই হাত দিয়ে হেঁটে ১২ ঘণ্টায় একটানা ১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছেন।

বৃহস্পতিবার (২৪ মে) রমজানে এমন একটি সাহসিকতার মিশনে জয়ী হওয়ায় তিনি নিজেকে রাশিয়ান বুক অব রেকর্ডস এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের দাবি করলে সেটা ভুল হবে না।

সোলায়মান কয়েক বছরের মধ্যে বিশ্বরেকর্ড গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া দাগেনস্টানে তিনি ছোটবেলা থেকেই এই লম্বা যোগব্যায়ামে আসক্ত। পাশাপাশি পুরো জীবনই কাটাতে চান তিনি এই হাতে হাঁটা যোগব্যায়ামে।

আরও : ফ্রান্স বনাম পেরুর খেলাটি দেখুন ….(সরাসরি)

ভিডিও দেখতে ক্লিক করুন…

আগে মানুষ অনেক আশ্চর্যজনক কৌশল দেখিয়েছেন। কিন্তু সোলায়মানের এই হাতে হেঁটে ১২ কিলোমিটার পাড়ি দেওয়ার মতো কিছু দেখানো হয়নি। তাই বলাই যেতে পারে আশ্চর্যজনক এ যোগব্যায়ামটি ইতিহাসে বিরল!

Print Friendly, PDF & Email