বৃহস্পতিবার, ২১শে জুন, ২০১৮ ইং ৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ঈদে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে!

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে আসছে প্রায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট। আগামী ৩ থেকে ১৪ জুন পর্যন্ত নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলো।

রোববার এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের মধ্যে যেসব ব্যাংকে নোট বিনিময় করা হবে তার তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এবারের ঈদে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বিনিময়ের প্রস্তুতি নেয়া হয়েছে। এর মধ্যে ২২ হাজার কোটি টাকা একদমই নতুন। বাকি ৮ হাজার কোটি টাকা নতুন হলেও কিছু দিন আগে ছাপানো।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ও সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা যাবে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করার সুযোগ রয়েছে।

তিনি আরও জানান,  একই ব্যক্তি একবারের বেশি নতুন নোট গ্রহণ করতে পারবেন না। নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ অনুযায়ী যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবে। তবে এবারের ঈদে ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে না।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর