ব্রাহ্মণবাড়িয়ার ব্রাদার্স ইউনিয়নক্লাব জেলার ঐতিহ্য বিকাশে ভূমিকা রাখছে : জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ক্রীড়াঙ্গন সহসামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেজেলার ঐতিহ্য বিকাশে ভ’মিকা রাখছে। তিনি বলেন ১৯৭৭ সালেপ্রতিষ্ঠিত ক্লাবটির সদস্যদের মধ্যে সৌহার্দ সম্প্রীতিউন্নয়ন ঐক্য আছে বলেই ক্লাবটি দিন দিন অগ্রসর এবংস্থায়িত্ব লাভ করেছে। নিজস্ব ভবন, অবকাঠামো, বিপুল সদস্যসহ এই ক্লাব জেলার সংগঠন সমুহে অগ্রসরতার এক অনন্যদৃষ্টান্ত।
আরও : অভিযানের তথ্য ফাঁস : সটকে পড়ছে টার্গেট
তিনি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের উত্তরোত্তর সাফল্যকামনা করে ক্লাব কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস প্রদানকরেন। গতকাল বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের উদ্যোগেস্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে দোয়া ও ইফতারমাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এড. মাহবুবুল আলম খোকনের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ক্লাবের প্রধান উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, ক্লাবের নির্বাহী সদস্য জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ক্লাবের উপদেষ্টা সরাইল উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. আব্দুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. শফিউল আলম লিটন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসেদ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আল আমীন শাহীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বারের পিপি এড. এস এম ইউসুফ, জিপি এড. ওয়াসেক আলী, সাবেক সভাপতি এড. এক সামসুদ্দিন টুনু, বীর মুক্তিযোদ্ধা এড. মিন্টু ভৌমিক , বীর মুক্তিযোদ্ধা এড. আকতার হোসেন সাঈদ, এড. তরিকুল ইসলাম রোমা , সাংবাদিক মোহাম্মদ আরজু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।